Header Ads

Bangladesh Is a .....

পড়ুন বাংলাদেশের অর্থ নৈতিক কেলেঙ্কারির গিা শিহরে ওঠার খবর!

অর্থনীতিতে লুটপাট লুটপাটের রাজনীতি

দেশ চলছে উন্নয়নের মহাসোপানে!চলছে উন্নয়নের নামে মহা বানিজ্য।


পদ্মা সেতু, রামপাল বিদ্যুৎকেন্দ্র, মাতারবাড়ি বিদ্যুৎকেন্দ্র, রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র, উড়াল সেতু, এলিভেটেড এক্সপ্রেসওয়ে, মেট্রো রেল, মেগা সুপার শপ, কর্ণফুলী নদীর নিচে টানেল- মেগা সব প্রজেক্টের নেশা ধরানো বর্ণনা শুনতে শুনতে মানুষকে মোহগ্রস্ত করে রাখার চেষ্টা চলছে এর ফাঁকে লুট হয়ে যাচ্ছে হাজার-লক্ষ-কোটি টাকার জনগণের সঞ্চয়, ব্যাংকের আমানত রাজনৈতিক ক্ষমতা, রাষ্ট্র ক্ষমতা হলো এই লুটপাটের প্রধান হাতিয়ার নির্বাচনে মনোনয়ন, কমিটিতে পদপ্রাপ্তি, চাকরিতে নিয়োগ-বদলি, টেন্ডার, স্কুল-কলেজে ভর্তি সবকিছুর সাথে অবধারিতভাবে একটি শব্দ যুক্ত হচ্ছে তা হচ্ছে বাণিজ্য এদিকে, রাজনৈতিক ক্ষমতা ব্যবহার করে লুটপাট এখন লুটপাটের-রাজনীতিতে পরিণত 

দেশের অর্থভান্ডার ব্যাংক আর্থিক প্রতিষ্ঠানে চলছে সীমাহীন লুটপাট একের পর এক প্রকাশ হয়ে পড়ছে বিপুল পরিমাণের আর্থিক কেলেঙ্কারীর সব কাহিনী সরকারি বেসরকারি, বাণিজ্যিক কোনো ব্যাংক- এসব লুটপাটের ঘটনার বাইরে নয় সবকয়টি কেলেঙ্কারীতে যুক্ত রয়েছে সরকারি কিছু আমলা, ব্যাংকের পরিচালকমন্ডলীর কতিপয় সদস্য, ব্যাংকের এক শ্রেণির কর্মকর্তা এবং ক্ষমতাসীন সরকার শাসক দলের ক্ষমতাসম্পন্ন বিশেষ কিছু ব্যক্তিবর্গ 
ঋণখেলাপির বিষয়টি ব্যাংকের সাথে যুক্ত বিষয় হলেও বাংলাদেশে এর রাজনৈতিক সম্পৃক্তি ব্যাপকমাত্রায় লক্ষ্য করা যায় অর্থমন্ত্রী জানিয়েছেন, গত বছরের জুন মাস পর্যন্ত সিআইবি ডাটাবেজে সংরক্ষিত ঋণ তথ্য অনুসারে সকল ব্যাংক আর্থিক প্রতিষ্ঠানের ঋণখেলাপির সংখ্যা লাখ ৪৫ হাজার ১৬২ জন

খেলাপি ঋণের পরিমাণ ৮২ হাজার ৭৮৩ কোটি টাকা এর মধ্যে রাইট-অফ বা অবলোপন (ব্যাংকের মূল হিসাব থেকে আলাদা করে রাখা) বাদ দিয়ে খেলাপি ঋণ হলো ৫১ হাজার ৩৪৪ কোটি টাকা অনেক ব্যাংকের চেয়ারম্যান পরিচালকদের ঋণও অবলোপন করা হয়েছে খেলাপিঋণ থাকলে পরিচালক হওয়ার কথা নয় কিন্তু তারা কাজটা করছে বেনামে 
সরকারি ব্যাংকগুলোতে অনিয়ম-দুর্নীতি বেড়ে যাওয়ার জন্য দলীয়করণ প্রধানত দায়ী আওয়ামী লীগ বা বিএনপি প্রতিটি সরকারের আমলেই যারা ব্যাংকের পরিচালক হন তাদের যোগ্যতা হলো, তারা ক্ষমতাসীন দলের সমর্থক সরকারি ব্যাংক বাঁচানোর দায়িত্ব দেয়া হয়েছিল যাদের হাতে, সেই পরিচালকরাই এখন লুটে খাচ্ছেন ব্যাংকের হাড়-অস্থিমজ্জাটুকুও

অর্থমন্ত্রী নিজেই স্বীকার করেছেন, ব্যাংকগুলোর পরিচালনা পর্ষদে দলীয় বিবেচনায় লোক নিয়োগ করা ঠিক হয়নি তিনিই আবার একইসাথে বলছেন, সরকারি যে ব্যাংক লোকসান দিবে সেটা ব্যক্তিখাতে ছেড়ে দেয়া হবে  বাহ! কি চমৎকার! (সময় মত মাথায় চুল না কেটে  শেষে কিনা মাথাই কেটে ফেলার পরামর্শ)
রাষ্ট্রয়াত্ব ব্যাংক সম্পর্কে এসব অভিযোগ নতুন নয়, দীর্ঘদিন থেকেই অনিয়ম, দুর্নীতির অভিযোগ উঠছে হলমার্কের মতো ভয়াবহ কেলেঙ্কারির পরও ব্যাপারে সরকারের টনক নড়েনি উল্টো অর্থমন্ত্রী বলেছেন হাজার কোটি টাকা নাকি তেমন কোনো টাকা নয় তিনি দুর্নীতিকে আর অবৈধ মনে করেন না এবং এর গালভরা নাম দিয়েছেন স্পিডমানি ফলে দুর্নীতিও দারুণ স্পিডে চলছে
ব্যাক্তি মালিকানাধীন ব্যাংকের ক্ষেত্রে পরিস্থিতি আরো ভয়াবহ অনেক ক্ষেত্রেই চলছে নিয়ন্ত্রণহীন লুটপাটরাজনৈতিক উপঢৌকনহিসেবে পাইকারিভাবে ব্যাংক খোলায় অনুমতি বিতরণ করা হচ্ছে অনেকে মূলধন ছাড়াই ব্যাংকের মালিক বনে যাচ্ছে ব্যাংকিং সেবা নয়, তাদের উদ্দেশ্য একটিই- জনগণকে প্রতারিত করে বেসুমার লুটপাট করা
ব্যাক টু ব্যাক ভুয়া এলসি (ঋণপত্র) এবং জাল কাগজপত্র বন্ধক (মর্টগেজ) রেখে ব্যাংক থেকে হাজার কোটি টাকা লুটপাট করছে একটি চক্র ব্যাংকের কর্মকর্তাদের মোটা অঙ্কের ঘুষ দিয়ে এলসির কাগজপত্র তৈরি করে অন্য ব্যাংকে তা বিক্রি করে তুলে নিচ্ছে টাকা তারা সুকৌশলে ব্যাক টু ব্যাক এলসি খুলে নিজেরাই আমদানিরকারক রপ্তানিকারক সেজে ব্যাংকের টাকা লুটে নিচ্ছে ছাড়া ভুয়া কাগজপত্র বানিয়ে তা ব্যাংকে মর্টগেজ রেখে ঋণের আবেদন করছে 
শেয়ার কেলেঙ্কারিতো সারা দেশে হৈ চৈ ফেলে দিয়েছিল সরকার তার কোনো প্রতিকার করেনি ফলে লক্ষ লক্ষ মানুষ তাদের সব হারিয়েছে বেশ কয়েকজন আত্মহত্যা করেছে দেশে মানি লন্ডারিং প্রতিরোধ আইন থাকার পরও ব্যাংকিং চ্যানেলে অর্থ পাচার হচ্ছে এখন নতুন দাওয়াই হিসেবে সরকার বেছে নিয়েছেকেন্দ্রীয় ব্যাংক-কে জাতীয় সংসদে জবাবদিহিতার আওতায় আনারবিধান মানুষ রসিকতা করে বলে সরকার ভূত তাড়াবে সরিষা দিয়ে, কিন্তু সরিষার ভূত তাড়াবে কী দিয়ে? কারণ  সংসদে ২২৬ জন সদস্য কোটিপতি তাদের সম্পদ সম্পদের উৎস নিয়ে প্রশ্ন রয়েছে বিস্তর ২০০৮ ২০১৪ এর নির্বাচনী হলফনামায় সম্পদ বৃদ্ধির তথ্য যা প্রকাশিত হয়েছে তা তো আলাদিনের চেরাগকেও হার মানিয়েছে এদিকে অবশ্য দুদক এদের ডেকে ডেকে দুর্নীতি মুক্তির সার্টিফিকেট দিয়ে দিচ্ছেন 

No comments