Header Ads

Bangladesh Is a .....

   “মুক্তিযুদ্ধ”

                                                                                                পর্ব-১

মুক্তি মানুষের জীবনের লালায়িত স্বপ্ন।মুক্তি হলো আটকে থাকা দুঃখের বিপরীত আলোকে উদ্ভাসিত একখানা সুন্দর মুখ।মুক্তি হল জি্ম্মি দশার অন্ধকার পুরীর বিপরীতের এক খানা সোনালী সূর্যের স্বর্গীয় সুখ।মুক্তির ভীতর থাকে ব্যক্তির স্বাধীনতা তাঁর ইচ্ছা,আকাঙ্খা, তাঁর স্বপ্ন।মুক্তি খুবই সুখের,স্বাচ্ছন্দের ওআনন্দের।মানুষ মুক্তি চায় অন্ধকার থেকে,মুক্তি চায় জীবনের কাঁটায় বিছানো পঙ্কিল পথ থেকে,মানুষ মুক্তি চায় জীবনের অলিগলির শত সহস্র বন্ধুর পথ সহজ ও সুন্দর করতে।মানুষ মুক্তি চায় তাঁর জীবনের উন্নতির চাকা সামনে ঘুরানোর বাঁধা থেকে।মুক্তিই মানুষের জীবনের ধ্যান,জ্ঞান,আশা,আকাঙ্খার সুখ-স্বপ্নের বীজ।এর ভীতরেই মানুষ সুখ খুঁজে, মাথা গুজে।
কখনও কখনও এ ব্যক্তি মুক্তির মিছিল যখন ব্যক্তি থেকে ব্যক্তিতে ছড়িয়ে হাজারো মানুষের হৃদয়ের স্পন্দন ছাড়িয়ে কোটি কোটি মানুষের হৃদয় ছুঁয়ে যায় তখন হয় মুক্তির বিচ্ছুরণ।হয় মুক্তির মিছিল, ঘটে মুক্তির বিস্ফোরণ।
মুক্তির জন্য যে যুদ্ধ তার নাম মুক্তি যুদ্ধ।এ যুদ্ধ একটা তারিখ,মাস বা সনের মধ্যে সীমাবদ্ধ থাকে না কিংবা তা সীমাবদ্ধ করে রাখা ঠিক হবে না।এ যুদ্ধে পাইপগান, মর্টার শেল, কামান, গোলা বারুদের ব্যবহার হতেও পারে ও আবার নাও হতে পারে।মুক্তি যুদ্ধ শেষ হবার নয়।পৃথিবী শুরু থেকে এ যুদ্ধ শুরু হয়েছে এবং শেষ অবদি পযর্ন্ত চলবে।এ চেতনা যারা ধারণ করে তারাই মুক্তি যুদ্ধের চেতনা পক্ষের লোক।আর যারা এগুলো চায় না এমনকি যাদের বিরুদ্ধে মানুষের সংগ্রাম তারাই মুক্তি যুদ্ধের বিপক্ষের লোক।
মুক্তিযুদ্ধ যেহেতু চলমান অর্থ্যাৎ স্থীর নয় সেহতেু এর উপাধীও স্থীর হতে পারে না।তবে হাঁ, অতটুকু শুধু বলা যায় তিনি বা তাঁরা ততটুকু মুক্তি যোদ্ধা যখন যতটুকু বিষয়ের উপর তিনি বা তাঁরা সংগ্রাম করেছেন।আজকে যিনি যে বিষয় বা অধিকারের জন্য মুক্তি সংগ্রাম করছেন কালে ভদ্রে তিনি যদি কারও মুক্তি চেতনার উম্মুক্ত ফসলের মাঠে নুন্যতম অন্তরায় হয়ে দাঁড়ায় তবে তিনি ও হতে পারেন আবার কখনও মুক্তিযুদ্ধের বিপক্ষের শক্তি।
দুই -তিন কিংবা চার-পাঁচ কিংবা তারও বেশি বিষয় কিংবা সাবজেক্ট অন্তর্ভুক্ত করেই যদি মুক্তি যুদ্ধের সিলেবাস রচনা করা হয় তবে তাকেই মুক্তি কিংবা মুক্তি যুদ্ধের সিলেবাস বলাটা সামগ্রিকভাবে গ্রহণযোগ্য হবে না।মুক্তি যুদ্ধের সিলেবাস অনেক বড় ও্ বিশাল।এটা আকাশের মত সীমা হীন, চলমান নদীর স্রোতের মত প্রবাহমান।
মানুষ মুক্তি চায় কথা বলার অধিকার কেড়ে নেওয়া থেকে, মানুষ মুক্তি চায় নিজের কাজ করার অধিকার থেকে বঞ্চিত করা থেকে, মানুষ মুক্তি চায় চলার স্বাধীনতা হরণ করা থেকে।মানুষ মুক্তি চায় সমাজে সকল মানুষ সমান সুযোগ সুবিধা প্রাপ্তির অধিকার বঞ্চিত হওয়া থেকে ।মানুষ মুক্তি চায় চোর, ডাকাত, ছিনচাই, চাঁদাবাজি ইত্যাদি দুষ্কৃতি কারী থেকে সুন্দর ভাবে নিরাপদে বাঁচতে। মানুষ মুক্তি
চায় তাঁর সম্পদ বিনষ্টকারী থেকে হেফাজতে থাকতে।মানুষ মুক্তি চায় সমাজের শত রকমের অন্যায়কারীর অনিষ্ট থেকে।মুক্তিকামী জনতা মুক্তি চায় ঘুষ,দুর্নীতি,লুটেরা থেকে উন্নয়নের সোপানে উঠতে।মুক্তিকামী জনতা মুক্তি চায় ব্যক্তির হুঙ্কারের বিপরীতে তার মতামত অধিকার প্রতিষ্ঠিত করতে।স্বাধীনচেতা মানুষ কারো দয়া দাক্ষিণ্য চায়না , চায় তাঁর অধিকার প্রতিষ্ঠা করতে।মানুষ মুক্তি চায় স্বাধীন ভাবে বাঁচতে।মানুষ মুক্তি চায় তাঁর শত সহস্র নাগরিক অধিকার সমূহ একগুচ্ছ লোকের জিম্মিদশা থেকে মুক্ত হয়ে তাঁর টুকু ফিরে পেতে।মানুষ মুক্তি চায় মা বোনের ইজ্জত হারাণোর ভয়ের ভীতদশা থেকে।এভাবে মানুষ প্রতিনিয়ত মুক্তি চা্চ্ছে এবং চাবে যখনই তিনি তাঁর অধিকার টুকু হারিয়ে ফেলবে।
তবে কী সবাই মুক্তি যুদ্ধের পক্ষের লোক?না,সমাজে সবাই মুক্তি যোদ্ধা নয়। আমাদের সমাজে এক দিকে আছে একদল সু সভ্য সুশৃঙ্খল বৃহৎ জনগোষ্ঠি যাঁরা ঐ সব মুক্তির জন্য পাগল।আর অপর পক্ষে আছে একদল দুস্কৃতি কারী যারা মানুষের মৌলিক ও যৌগিক অধিকার হরণ করতে ব্যস্ত, মানুষের অধিকার ও ন্যায় প্রতিষ্ঠার ঘোর বিরোধী।সমাজের এই যাঁরা সু সভ্য বৃহৎ জনগোষ্ঠি যারা ন্যায় প্রতিষ্ঠার জন্য যুদ্ধ চালিয়ে যাচ্ছে তারাই মুক্তি যোদ্ধা এবং প্রকৃত মুক্তি যোদ্ধা।
অপর পক্ষে কতিপয় মুষ্টিমেয় কুচক্রিকারী,অনিষ্টকারী,অন্যায়কারী.জরবদস্তিকারী যাদের বিরুদ্ধে বৃহৎ জনগোষ্ঠির অভিযোগ,যারা মানুষের এ ন্যায়সংগত অধিকার হরণ করে দাঁত কেলিয়ে অট্টহাসি দেয় কিংবা ভেংচি দেয় তারাই মুক্তি যুদ্ধের বিপক্ষের লোক।মুক্তি যুদ্ধ যেহেতু চলমান সেহেতু মুক্তি যুদ্ধে জয় ও আছে আবার পরাজয় ও আছে।তবে দীর্ঘ সংগ্রামের পর মুক্তিকামী জনতারই জয় হয় এবং ইতিহাসে সেটাই লিখিত হয়।প্রকৃত ও খাঁটী মুক্তি যোদ্ধা কিংবা মুক্তিযুদ্ধের চেতনার শক্তি বা দল কখনও আপমর মানুষের ন্যায়সংগত মুক্তিসংগ্রামের বিপক্ষে কথা কিংবা কাজ করতে পারেনা,পারেনা কোনো অজুহাতেই মানুষের মুক্তির অন্তরায় হতে।
                                                                            ..... চলমান....
                                                               ====এস এম কামাল হোসেন

No comments