Header Ads

Bangladesh Is a .....

                      “ আরও একবার প্রমানিত হল যে ভারত বাংলাদেশের বন্ধু নয় দুশমন”
                        =================================================
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গতকাল (৮/৯/২০১৭) নেপিদোয় মিয়ানমারের নেত্রী অং সান সু চির সঙ্গে বৈঠক করেছেন। বৈঠক শেষে সু চির সঙ্গে ভারতের প্রধানমন্ত্রীর দেয়া যৌথ বিবৃতিতে রোহিঙ্গা ইস্যুটির কোনো উল্লেখ নেই। বরং দুই নেতাই তাদের ভাষায় ‘সন্ত্রাসের সমস্যা’ মোকাবেলায় একসঙ্গে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। নরেন্দ্র মোদির সরকার ভারতে অবস্থানরত ৪০ হাজার রোহিঙ্গা শরণার্থীকে ফিরিয়ে দেয়ার উদ্যোগ নিলেও এর চেয়ে বহুগুণ শরণার্থীর ভারে বিপর্যস্ত বাংলাদেশের বিষয়ে ভারতের প্রধানমন্ত্রী সু চির সঙ্গে বৈঠকে কিছুই বলেননি।
যৌথ বিবৃতিতে সু চির বক্তব্য সমর্থন করে নরেন্দ্র মোদি বলেন, রাখাইন প্রদেশে চরমপন্থী সহিংসতা, বিশেষত নিরাপত্তা বাহিনীর বিরুদ্ধে হামলা এবং যেভাবে নিরপরাধ মানুষ আক্রান্ত ও নিহত হয়েছে, তাতে আপনাদের উদ্বেগে আমরাও অংশীদার।
উপসংহারঃ এবার বলুন এদেশের বিশেষ সম্প্রদায়( চুলপাকনা !) আপনাদের অনুভূতি কী ? আপনারা যত দিন না বুঝবেন যে ভারত আমাদের দুশমন, মুসলমানের দুশমন তত দিন পর্যন্ত এ দেশের মুক্তি
তথা উন্নতি হবে না।

No comments