Header Ads

Bangladesh Is a .....

ফ্লাইওভার নির্মাণের ব্যয়ের ক্ষেত্রে সব দেশের শীর্ষে অবস্থান বাংলাদেশ।

ফ্লাইওভার নির্মাণের ব্যয়ের ক্ষেত্রে   শীর্ষে অবস্থান বাংলাদেশ

মুম্বাইয়ে ১৬. কিলোমিটার দীর্ঘ ইস্টার্ন ফ্রি ওয়ে নির্মাণে প্রতি কিলোমিটারে খরচ হয়েছে বাংলাদেশী টাকায় ৮৮ কোটি টাকা
কলকাতায় পরমা পার্ক সার্কাস ফ্লাই ওভারে প্রতি কিলোমিটারে খরচ পড়েছে বাংলাদেশী টাকায় ৪৮ কোটি টাকা
মালয়েশিয়ায় ৫টি ১০. কিলোমিটার দীর্ঘ ফ্লাই ওভার নির্মাণ করতে প্রতি কিলোমিটারে খরচ পড়েছে বাংলাদেশী টাকায় ৫৭ কোটি টাকা
 চীনে ১০০ কিলোমিটার দীর্ঘ এলিভেটেড রোড নির্মাণে খরচ পড়েছে প্রতি কিলোমিটারে বাংলাদেশী টাকায় ৪৮ কোটি টাকা
  যাত্রাবাড়ী ফ্লাই ওভার নির্মাণে খরচ পড়েছে প্রতি কিলোমিটারে ২৪১ কোটি টাকা
অথচ নির্মাণ শ্রমিকদের মজুরি বাংলাদেশে সবচেয়ে কম এভাবে ফ্লাই ওভারের নামে টাকা ফ্লাই হচ্ছে ........ পকেটে ।
আর টোলের মাধ্যমে জনগণকে এর খেসারত দিতে হচ্ছে ও হবে ।

No comments